Country

9 months ago

Fire at BSNL office in Patna:পাটনায় বিএসএনএল অফিসে আগুন, দমকলের চেষ্টায় এল নিয়ন্ত্রণে

Fire at BSNL office in Patna
Fire at BSNL office in Patna

 

পাটনা: বিহারের রাজধানী পাটনায় আগুন লাগল বিএসএনএল অফিসে।  অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

জেলা দমকল অফিসার মনোজ নাথ বলেছেন, "কন্ট্রোল রুমে আগুন লাগার বিষয়ে আমরা জানতে পারি, খবর পাওয়া মাত্রই আমরা পৌঁছে যাই এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। গুদামঘর হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে, আমাদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এখন সবকিছু নিয়ন্ত্রণে।"


You might also like!