বেঙ্গালুরু ও হায়দরাবাদ, ১৩ নভেম্বর : কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভয়াবহ আগুন লাগল একটি ৪-তলা বাড়িতে। সোমবার ভোররাতে ওই বাড়িতে আগুন লাগে। বেঙ্গালুরুর রামমূর্তি নগরের বনসাওয়াড়িতে অবস্থিত ওই বাড়িটি। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি, দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।
অপরদিকে, রবিবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে তেলেঙ্গানার হায়দরাবাদে একটি বৈদ্যুতিক শোরুমে। হায়দরাবাদের শালিবান্দায় একটি ইলেকট্রনিক্স শোরুমে রবিবার গভীর রাত ১টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোট ছয়টি দমকল ইঞ্জিন এবং ৩০ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।