গাজিয়াবাদ, ২৭ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ আগুন লাগল একটি মেডিকেল সরঞ্জামের ফ্যাক্টরিতে। বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গাজিয়াবাদের মোদীনগরে অবস্থিত একটি মেডিকেল সরঞ্জামের ফ্যাক্টরিতে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
এফএসও অমিত চৌধুরী বলেছেন, দমকল কর্মীরা অক্লান্ত চেষ্টার পর আগুন আয়ত্তে এনেছেন। আগুন ভয়াবহ রূপ নেওয়ায় যথেষ্ট বেগ পেতে হয়। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।