Country

3 weeks ago

Bihar: গয়ায় ট্রান্সপোর্ট গুদামে ভয়াবহ আগুন, শর্টসার্কিট থেকেই বিপত্তি বলে অনুমান

Fatal fire at transport warehouse in Gaya, suspected to be caused by short circuit
Fatal fire at transport warehouse in Gaya, suspected to be caused by short circuit

 

গয়া, ১৭ নভেম্বর : বিহারের গয়ায় ভয়াবহ আগুন লাগল একটি ট্রান্সপোর্ট গুদামে। রবিবার ভোররাত তিনটে নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের প্রায় ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর রবিবার সকালে আগুন আয়ত্তে এসেছে। শর্টসার্কিট থেকেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

দমকল অফিসার অর্জুন প্রসাদ সিং বলেছেন, "আগুন নেভানোর কাজ চলছে। ১০টি ইঞ্জিন আগুন নেভানর কাজে নিয়োজিত রয়েছে। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।" স্থানীয় একজন বলছেন, "রবিবার ভোররাত তিনটে নাগাদ যখন আগুন লাগে তখন আমরা ঘুয়েমিয়েছিলাম। দমকলকর্মীরা এসেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। ৭-৮টি ইঞ্জিন ছিল, কিন্তু তারা আগুন নেভাতে পারেনি।"


You might also like!