শ্রীনগর, ১৩ মে : লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ এবং তাঁর ছেলে ওমর আব্দুল্লাহ। সোমবার সকালে শ্রীনগরের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন বাবা ও ছেলে। ভোট দেওয়ার পর ফারুক আব্দুল্লাহ বলেছেন, "এটা দুঃখজনক যে, তাঁরা বলে কোনও হিংসা নেই এবং সবকিছু মসৃণ। কিন্তু আমি বলতে চাই, আমাদের দলের কর্মীদের দু'দিন ধরে আটক করে রাখা হয়েছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করতে চাই, কেন আমাদের কর্মীদের আটক করে রাখা হয়েছে? তাঁরা কিসের ভয় পাচ্ছেন, হেরে যাওয়ার? তাঁরা অবশ্যই হারবেন।"
ওমর আব্দুল্লাহ বলেছেন, "আমরা এই দিনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমরা আশা করছিলাম, সংসদ নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনও হবে। আমি শ্রীনগর, বদগাম, শোপিয়ানের জনগণকে ভোট দেওয়ার জন্য আবেদন করতে চাই।" পোলিং এজেন্টদের হয়রান করা প্রসঙ্গে ওমর আব্দুল্লাহ বলেছেন, "আমরা তাঁদের নামও লিখেছি। অন্যরা শুধু বলেছে, তাঁদের কর্মীদের হয়রানি করা হচ্ছে। কিন্তু আমরা আমাদের ৮ জন কর্মীর নাম দিয়েছি। এটি প্রশাসনের পক্ষ থেকে ভোট প্রক্রিয়াকে নষ্ট করার একটি প্রচেষ্টা এবং এটি নিন্দনীয়।"