Country

1 week ago

Maharashtra Protests: নাগপুরে দ্বিতীয় দিনে পড়ল কৃষকদের আন্দোলন, হাইওয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ

Farmers Block Nagpur-Hyderabad National Highway
Farmers Block Nagpur-Hyderabad National Highway

 

নাগপুর, ২৯ অক্টোবর : ঋণগ্রস্ত কৃষকদের জন্য অবিলম্বে নিঃশর্ত ঋণ মকুবের দাবিতে মহারাষ্ট্রের নাগপুরে চলছে কৃষকদের আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন মন্ত্রী এবং প্রহার পার্টির নেতা বাচ্চু কাদুর। বুধবার এই আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল। এদিন বিপুল সংখ্যক কৃষক রাস্তায় নেমে পড়েন। তাঁরা নাগপুর-হায়দরাবাদ জাতীয় মহাসড়ক (৪৪ নম্বর জাতীয় সড়ক) অবরোধ করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে যানবাহন চলাচল পুরোপুরি থমকে যায়। দাবি না মানলে ট্রেন অবরোধ করারও হুঁশিয়ারি দিয়েছেন বাচ্চু।

You might also like!