ফরিদাবাদ, ১২ নভেম্বর : হরিয়ানার ফরিদাবাদের এনএইচ-২এইচ ব্লক এলাকায় একটি স্ক্র্যাপ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার গভীর রাতে বাজির স্ফুলিঙ্গ থেকে অগুন লাগে বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডে গুদাম মালিকদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গুদাম মালিক আজম জানান, ওই ব্যক্তিরা গুদামে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ গুদাম থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে, যা দেখে তারা দ্রুত গুদাম থেকে বের হয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও হঠাৎ আগুন ভয়াবহ রূপ নেয়। কারণ গোডাউনে প্লাস্টিকের জিনিসপত্র রাখা ছিল।যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে, পরে তারা স্থানীয় পুলিশ ও দমকল সার্ভিসকে খবর দেয় । খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।