Country 6 months ago

Shatabdi Express : ভদ্রকে লাইচ্যুত হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস

Shatabdi Express , Derailed

 

ভুবনেশ্বর, ১৮ সেপ্টেম্বর : লাইনচ্যুত ট্রেন। শনিবার ওড়িশার ভদ্রকে লেভেল ক্রসিংয়ের কাছে হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব উপকূলীয় রেল সূত্রে খবর, রেললাইনে একটি ষাঁড়কে বাঁচাতে ট্রেলচালক হঠাৎ ব্রেক কষেন। আর তাতেই এমন বিপত্তি।

জানা গিয়েছে, গার্ড তথা লাগেজ ভ্যানের সামনের দিকের দুটো চাকা লাইনচ্যুত হয়। এটি ইঞ্জিনের পরেই থাকে৷ তবে কোনও যাত্রী আহত হননি। আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ট্রেন চলাচল যাতে কোনও ভাবে ব্যাহত না হয়, তার জন্য মেরামতির কাজ শুরু হয়।

লাইনচ্যুত বগিটি এসএলআর অর্থার 'সিটিং কাম লাগেজ রেক' ৷ তিনি আরও জানান, যে রেললাইনে ঘটনাটি ঘটেছে সেটি ডাবল লাইন। আর তাই জন শতাব্দী এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার পরও ট্রেনের ট্রাফিকে তেমন কোনও বড় প্রভাব পড়ে নেই।

You might also like!