Country

1 month ago

Yamuna: বুধবারেও কালিন্দী কুঞ্জে যমুনার জলে ভেসে বেড়ালো বিষাক্ত ফেনা

Poisonous foam floated in the water of the Yamuna in Kalindi Kunj
Poisonous foam floated in the water of the Yamuna in Kalindi Kunj

 

নয়াদিল্লি, ৬ নভেম্বর : দিল্লিতে কালিন্দী কুঞ্জের কাছে যমুনা নদীতে ভাসছে বিষাক্ত ফেনা। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে নদীবক্ষ। যেন মেঘ নেমে এসেছে যমুনায়! বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা গেল এমনই দৃশ্য।

বিগত বেশ কিছু দিন ধরেই যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছে। আশা করা হচ্ছিল, ছটপুজোর সময় সম্ভবত এমন পরিস্থিতি থাকবে না। কিন্ত, বুধবার সকালেও ছটপুজোর দ্বিতীয় দিনেও হেরফের হলো না যমুনার 'বিষাক্ত' জলের পরিস্থিতির।

You might also like!