Country

1 week ago

Mohan Bhagwat: বৈচিত্রের মধ্যেও ঐক্য আছে, ভারতীয় সংস্কৃতি জ্ঞান প্রদান করে : মোহন ভাগবত

Mohan Bhagwat
Mohan Bhagwat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোক মন্থন-২০২৪ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। হায়দরাবাদের শিল্পকলা বেদিকায় এই চার দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। ভাগবত বলেন, ঐক্য চিরন্তন, বৈচিত্রের মধ্যেও ঐক্য আছে। আমরা অন্য কারও ময়দানে গিয়ে খেলতে চাই না। আমরা বিশ্বকে আমাদের ময়দানে নিয়ে আসতে চাই। ভারতীয় সংস্কৃতি ভাল হৃদয় এবং প্রজ্ঞা প্রদান করে।

সংঘ প্রধান ড. ভাগবত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিশাস্ত্র এবং মানুষের মস্তিষ্ক ও হৃদয়ে এর ব্যবহারের পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। এটা ভারতীয় সংস্কৃতি যা নিজেই ভাল হৃদয় এবং মন দেয়, আমরা কারও শত্রু নই, যারা আমাদের শত্রু করেছে। শত শত বছর আগে আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন, সুখ বাইরে খুঁজতে হয়, কিন্তু তা আমাদের মধ্যেই থাকে। আমাদের ভারত চিরন্তন দেশ। আমাদের সকলের উচিত ধর্ম নিয়ে চিন্তা করা এবং এ জন্য আমাদের বিজ্ঞানের বই পড়া উচিত!'

You might also like!