নয়াদিল্লি, ৬ জুন : মোদীজির সরকার গঠন হলেও, তা টিকবে না। ভবিষ্যদ্বাণী করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "আমি বারবার বলছি, মোদীজির সরকার গঠিত হবে না, আর গঠন হলেও তা মোটেও টিকবে না।"
সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত আরও বলেছেন, "আপনারা কি মনে করেন না কংগ্রেসের ভোট বৃদ্ধিতে শিবসেনা (ইউবিটি) ভূমিকা রেখেছে? শিবসেনা (ইউবিটি) এবং উদ্ধব ঠাকরে মহারাষ্ট্র জুড়ে না গেলে কি এমন হত?...মহা বিকাশ আঘাড়ি জোরালোভাবে কাজ করবে এবং আমাদের মনে কোনো অহং নেই।"
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে দেবেন্দ্র ফড়ণবীশের ইস্তফা দেওয়া প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, "রাজনীতিতে এই ধরনের ছলনা সাধারণ ব্যাপার...মহারাষ্ট্র ফড়ণবীশের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে...দেবেন্দ্র ফড়ণবীশ মহারাষ্ট্রের রাজনীতির খলনায়ক, বিজেপি তাঁর কারণে মহারাষ্ট্রে খারাপ পরিণতি পেয়েছে...তিনি মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিকে বিষাক্ত করেছেন।"