Country

1 week ago

Rahul Gandhi:জাতিগত জনগণনা দেশের 'এক্স-রে', এটা অবশ্যই করা দরকার : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

উদয়পুর, ২১ নভেম্বর : জাতিগত জনগণনার পক্ষে ফের সওয়াল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাজস্থানের উদয়পুরের বল্লভনগরে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, "জাতিগত জনগণনা দেশের 'এক্স-রে', এটা অবশ্যই করা দরকার।" রাহুল গান্ধী এদিন বিজেপিকে আক্রমণ করে বলেছেন, "প্রশ্ন হল, কেন দেশে বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি? আমি আপনাদের দু'টি কথা বলতে চাই, ঘৃণার কারণ হল বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি। বিজেপির ব্যবস্থা আপনাদের মনোযোগ কেড়ে নিচ্ছে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি থেকে ঘৃণার দিকে। বিজেপি এবং আরএসএস-এর লক্ষ্য হল দরিদ্র, শ্রমিক, কৃষক, আদিবাসী এবং দলিতদের অর্থ থেকে দূরে রাখা। তাঁরা চায় সব টাকা মুষ্টিমেয় ধনকুবেরকে দেওয়া হোক।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, "কংগ্রেস আদিবাসীদের অধিকারকে সংরক্ষণ করবে।...প্রধানমন্ত্রী মোদী নিজেকে ওবিসি বলেন, অথচ আমি যখন জাতিগত জনগণনার কথা বললাম, তখন তিনি বলেন ভারতে একটিই জাতি আছে - আর সেটা দরিদ্র।" রাহুল আরও বলেছেন, "মোদী বলেন দেশে একমাত্র জাত হল গরীব, কিন্তু বিলিয়নিয়ারদের আর একটা জাত আছে- আদানি, আম্বানি।"


You might also like!