মুম্বই, ২০ মে : মুম্বই উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। সোমবার সকালে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘‘আমি মনে করি মুম্বইবাসী আজ বাড়ি থেকে বেরিয়ে আসবেন এবং রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন।’’
পীযূষ গোয়েল বলেছেন, "এই নির্বাচন আমাকে অনেক মানুষের সঙ্গে দেখা করার এবং তাঁদের আশীর্বাদ পাওয়ার সুযোগ দিয়েছে। একজন মুম্বইবাসী হওয়ার কারণে জনতা আমাকে যেভাবে আতিথেয়তা দিয়েছেন, তা একটি চমৎকার অনুভূতি। আমার পরিবারের সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বিদেশ থেকে এসেছেন।"
পীযূষ গোয়েল আরও বলেছেন, "পঞ্চম দফার ভোট মুম্বই এবং দেশের বাকি অংশে চলছে। ঠিক যেমন প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সকলের গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়া উচিত। আমি বিশ্বাস করি যে মুম্বইয়ের জনগণ বিপুল সংখ্যায় বেরিয়ে আসবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।"