Country

1 week ago

Haryana Chief Minister Nayab Singh Saini: স্বচ্ছতায় জোর মুখ্যমন্ত্রী সাইনির, ঝাঁড়ু হাতে পরিষ্কার করলেন রাস্তা

Haryana Chief Minister Nayab Singh Saini
Haryana Chief Minister Nayab Singh Saini

 

কুরুক্ষেত্র, ২৭ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বানে সাড়া দিয়ে স্বচ্ছতায় জোর দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। বুধবার সকালে হরিয়ানার কুরুক্ষেত্রে 'স্বচ্ছতা অভিযান'-এ অংশ নেন মুখ্যমন্ত্রী সাইনি। নিজ হাতে ঝাঁড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করেন তিনি। স্বচ্ছতার ওপর বিশেষ জোরও দেন।

কুরুক্ষেত্রে আয়োজিত রাজ্য-স্তরের স্বচ্ছতা অভিযানে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এই উদ্যোগের সূচনা করেন। পাশাপাশি জনগণকে পরিচ্ছন্নতার প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী নিজেই ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার বার্তা দিয়েছেন এবং রাস্তা পরিষ্কার করেন।

You might also like!