Country

9 months ago

Eknath Shinde:নির্বাচনী পরাজয় একটি সম্মিলিত দায় : একনাথ শিন্ডে

Eknath Shinde
Eknath Shinde

 

মুম্বই, ৫ জুন : নির্বাচনী পরাজয় একটি সম্মিলিত দায়। মহারাষ্ট্রে বিজেপি ও এনডিএ শিবিরের খারাপ ফলাফলের প্রেক্ষিতে বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ মহারাষ্ট্র সরকার থেকে অব্যাহতি চাওয়ার প্রস্তাবের বিষয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, "নির্বাচনী পরাজয় একটি সম্মিলিত দায়। নির্বাচনে তিনটি দলই একসঙ্গে কাজ করেছিল। ভোটের হার দেখলে বোঝা যাবে, মহাযুতি মুম্বইয়ে দুই লক্ষেরও বেশি ভোট পেয়েছে। পরাজয়ের কারণগুলি সততার সঙ্গে পর্যালোচনা করা হবে।"

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আরও বলেছেন, "গত দুই বছরে সরকার রাজ্যে অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমি শীঘ্রই দেবেন্দ্রজির সাথে কথা বলব। আমরা অতীতে একসঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো। আমরা সম্মিলিতভাবে বিরোধীদের মিথ্যা দাবিগুলি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছি।"


You might also like!