Country

8 months ago

Eknath Shinde:মুখ্যমন্ত্রী শিন্ডের ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের

Eknath Shinde
Eknath Shinde

 

নাসিক, ১৬ মে : মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত সম্প্রতি আঙুল তুলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দিকে। অভিযোগ, ভোটপ্রচারের সময় নাকি ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে একনাথের পথ আটকালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা ব্যাগগুলি খুলে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। যদিও ব্যাগগুলিতে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছাড়া বিতর্কিত কিছুই পাওয়া যায়নি।

জানা গেছে, এদিন নাসিকের পঞ্চবটিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন একনাথ শিন্ডে। তিনি হেলিকপ্টার থেকে নামার পরেই অস্থায়ী হেলিপ্যাডে চলে আসেন কমিশনের আধিকারিকরা। তারপর কপ্টারের ভেতর থেকে একটি ব্যাগ এবং একটি ট্রলি মাটিতে নামিয়ে সেগুলি খুলে তল্লাশি করেন তাঁরা। যদিও কিছু না মেলায় আবার সেগুলি হেলিকপ্টারে তোলা হয়। তল্লাশির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।


You might also like!