উৎসবের মরশুমে কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক LPG‘র দাম। এই নিয়ে টানা ৬ মাস কমল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। অক্টোবরের শুরুতে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ২৫ টাকা ৫০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সা পর্যন্ত। কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৯৫.৫০ টাকা। অনেকটা কমে এখন তা হল ১ হাজার ৯৫৯ টাকা ৫০ পয়সা। রাজধানী দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ২৫ টাকা ৫০ পয়সা। রাজধানীতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৮৫৯ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৩২ টাকা ৫০ পয়সা। এই মহানগর গুলির মধ্যে সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫.৫০ টাকা কমে ২ হাজার ৯ টাকা হয়েছে। চার মহানগরের মধ্যে একমাত্র চেন্নাইয়েই বাণিজ্যিক গ্যাসের দাম দু’হাজার টাকার বেশি। প্রসঙ্গত, মে মাস থেকে শুরু করে এই নিয়ে টানা ছ’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি। পরপর ছ’মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন।