Country

3 weeks ago

Dharmendra Pradhan: ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণের একমাত্র উপায় শিক্ষা : ধর্মেন্দ্র প্রধান

Dharmendra Pradhan
Dharmendra Pradhan

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর : উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণের একমাত্র উপায় হল শিক্ষা। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে উচ্চ ও কারিগরি শিক্ষা সংক্রান্ত জাতীয় কর্মশালায় ভাষণ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

জাতীয় কর্মশালায় বক্তৃতার সময় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা ক্ষেত্রের পাঁচটি মূল দিকের বিকাশের ওপর জোর দেন। এগুলি হল অবকাঠামো, নেতৃত্ব, পাঠ্যক্রম, বহুবিভাগীয় গবেষণা এবং প্রাণবন্ত ক্যাম্পাস জীবন। ধর্মেন্দ্র প্রধান রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদেরকে নিজ নিজ রাজ্যে জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রতিটি রাজ্যের বিশেষ প্রয়োজনের ভিত্তিতে পাঠ্যক্রম তৈরি করার পরামর্শ দিয়েছেন।

You might also like!