নয়াদিল্লি, ৭ এপ্রিল : প্রায় ৭০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় সমাজবাদী পার্টির নেতা এবং প্রাক্তন বিধায়ক বিনয় শঙ্কর তিওয়ারির বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার উত্তর প্রদেশ, দিল্লি এবং মুম্বইয়ের ১০টি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। বিনয় শঙ্কর তিওয়ারি হলেন গঙ্গোত্রী এন্টারপ্রাইজেসের প্রমোটার, যা সরকারি ঠিকাদারী প্রতিষ্ঠান।