নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানের আবারও সমালোচনা করলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই ইডি-র অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবারই কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব-সহ আম আদমি পার্টির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। এই অভিযানের সমালোচনা করে অতিশী বলেছেন, "১৬ ঘন্টা অভিযানের পর, ইডি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দু''টি জিমেইল অ্যাকাউন্ট ডাউনলোড করেছে। তারপরে তাঁরা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং তাঁর পরিবারের তিনটি মোবাইল ফোন নিয়ে যায়...প্রধানমন্ত্রী মোদী জানেন, যদি এমন একজন নেতা থেকে থাকেন যিনি তাঁকে চ্যালেঞ্জ করতে পারেন এবং তাঁর বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন, তিনি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।"
দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে বারবার সমন পাঠিয়েছি ইডি, কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। এ ব্যাপারে কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি-র অভিযোগ শুনবে দিল্লির রাউস এভিনিউ আদালত। এ প্রসঙ্গে অতিশী বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালকে শেষ করতে চায় বিজেপি ও প্রধানমন্ত্রী মোদী। এখন তাঁরা সাফ জানিয়ে দিয়েছে কোনও মামলা অথবা ইসিআইআর ছাড়াই অভিযান চালানো হচ্ছে। এটি কি প্রধান তদন্তকারী সংস্থা?..এখন ইডি শুধুমাত্র তাঁদের (বিজেপি) রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শেষ করতে ব্যবহার করা হচ্ছে এবং অরবিন্দ কেজরিওয়াল এই তালিকায় এক নম্বরে রয়েছেন।"