Country

2 weeks ago

ED notice to Byju: আইন লঙ্ঘনের অভিযোগ বাইজুর বিরুদ্ধে, ৯০০০ কোটির জরিমানার নোটিশ ED-র

ED notice to Byju
ED notice to Byju

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিদেশি বিনিয়োগের আইন ভঙ্গের অভিযোগে বাইজুকে (Byju) ৯০০০ কোটি টাকা জরিমানার নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্র মারফত এমনই জানা গিয়েছে। যদিও বাইজুর তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও আইনি নোটিশ তারা এখনও পায়নি।

ED-র সূত্র মারফত জানা গিয়েছে, FDI এর নামে ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৮ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেয়েছে বাইজু। কিন্তু এর পরবর্তীতে বেশ কিছু বিনিয়োগের ক্ষেত্রে আইন মোতাবেক কাজ করা হয়নি। সেকারণে তাদের আর্থিক জরিমানার মুখে পড়তে হল বলে খবর।

কিন্তু ওই একই সময়ে প্রায় ৯ হাজার কোটিরও বেশি টাকা বিদেশে প্রেরণ করেছে। সেক্ষেত্রে কোনও আইন মানা হয়নি সেকারণে তাদের আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এদিকে নিজেদের এক্স হ্যান্ডেলে বাইজুর তরফে জানানো হয়েছে, বাইজু কোনও আইন ভঙ্গ করেনি। এবং তারা কোনও নোটিশও পায়নি।


You might also like!