মুম্বই, ১০ ফেব্রুয়ারি: সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার এই মামলা দায়ের করা হয়।
শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগে মামলা দায়ের করেছে। ইডি শীঘ্রই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করতে পারে। ইডির এক আধিকারিক এদিন জানিয়েছেন, কর্ডেলিয়া ক্রুজ মামলায় টাকা দাবি করার জন্য সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে পিএমএলএর অধীনে শনিবার একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে কর্ডেলিয়া ক্রুজ শিপ ড্রাগ মামলায় সমীর ওয়াংখেড়ের দল গ্রেফতার করেছিল। ওয়াংখেড়ে তখন আরিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের না করার জন্য টাকা দাবি করেছিল বলে অভিযোগ ওঠে। এরপর কিছু টাকাও উদ্ধার করা হয়। এই অভিযোগের পর এনসিবি-র দিল্লি টিমও বিষয়টি তদন্ত শুরু করে। এরপর বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমীর ওয়াংখেড়েকে। সিবিআই-এ মামলা নথিভুক্ত হয়।