নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট চলতি মাসের শেষে কমিশন ঘোষণা করা হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে। এমনও ইঙ্গিত পাওয়া গিয়েছে, সম্ভবত ২৬ সেপ্টেম্বর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারে।
অন্যদিকে, কংগ্রেস দল নির্বাচনের তারিখ ঘোষণা এবং রাজ্যে নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি প্রয়োগের দাবি করছে যাতে বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদের ভোটারদের আকৃষ্ট করার জন্য আর কোনও ঘোষণা করা থেকে বিরত থাকে। জানা গিয়েছে, কংগ্রেস আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লিতে চূড়ান্ত করতে পারে রাজ্য বিধানসভার ৬৮ টি আসনের মধ্যে ৪০ টি প্রার্থীর নাম।
অন্যদিকে, বিজেপি প্রার্থী ঘোষণা করার জন্য তাড়াহুড়ো করতে রাজি নয় এবং ভোটের নির্ঘন্ট ঘোষণার জন্য কিছুটা সময় নিয়েই বর্তমান বিধায়ক এবং অন্যান্য প্রার্থীদের কাজ সম্পর্কে জনগণের প্রতিক্রিয়া মূল্যায়ন করে নাম চূড়ান্ত করবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।