Country

3 weeks ago

Earthquake In Jammu and Kashmir :জম্মু কাশ্মীরের ডোডা জেলায় ফের ভূমিকম্প

Earthquake again in Doda district of Jammu and Kashmir
Earthquake again in Doda district of Jammu and Kashmir

 

জয়পুর, ১৬ নভেম্বর : জম্মু কাশ্মীরের ডোডা জেলায় আবার ভূমিকম্প অনুভূত হল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে জানা গিয়েছে, এদিন ডোডায় রিখটার স্কেলে ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। যদিও ভূমিকম্পের কারণে কোনও হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, ডোডায় বৃহস্পতিবার সকালে ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের সময় অক্ষাংশ ছিল ৩৩.০৫ এবং দ্রাঘিমাংশ ছিল ৭৬.১৮ গভীরতার।


You might also like!