Country

1 year ago

Ladhak : ভূ-কম্পে কেঁপে উঠল লাদাখের লেহ, তীব্রতা ছিল ৩.৫

Earth quake occured in ladhak
Earth quake occured in ladhak

 

লেহ (লাদাখ), ১৩ মার্চ  : ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ ৷ সোমবার সকালে কম্পন অনুভূত হয় লাদাখের লেহ জেলায় ৷ তবে কম্পনের তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

কম্পনের তীব্রতা ছিল ৩.৫ ৷ আজ সকালে হঠাৎই কেঁপে ওঠে লাদাখের লেহ জেলা ৷ ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে ৷ জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫ ৷

টুইটে ভূমিকম্পের কথা জানানো হয়, জাতীয় ভূমিকম্প কেন্দ্র টুইট করে জানিয়েছে যে, "সোমবার সকাল ১০.৫২-তে লাদাখের লেহতে ৩.৫ তীব্রতার ভূমিকম্প হয়েছে ৷" ভূমিকম্পের উপকেন্দ্র ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে জাতীয় ভূমিকম্প কেন্দ্র ৷

You might also like!