Country 6 months ago

Durgesh Pathak : দুর্গেশ পাঠককে সমন ইডি-র, সিসোদিয়ার প্রশ্ন আবগারি নীতির সঙ্গে সম্পর্ক কোথায়

Durgesh Phatak

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : এবার এমসিডি-র নির্বাচনে আম আদমি পার্টির ইনচার্জ দুর্গেশ পাঠককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মনীশ সিসোদিয়া টুইট করে এই তথ্য জানিয়েছেন। একইসঙ্গে নাম না করেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। সিসোদিয়া প্রশ্ন করেছেন, আবগারি নীতির সঙ্গে দুর্গেশ পাঠককে সমন পাঠানোর সম্পর্ক কোথায়?


মনীশ সিসোদিয়া সোমবার সকালে টুইট করে জানিয়েছেন, "আজ আপ-এর এমসিডি-র নির্বাচন ইনচার্জ দুর্গেশ পাঠককে তলব করেছে ইডি। দিল্লি সরকারের আবগারি নীতির সঙ্গে আমাদের এমসিডি নির্বাচনের ইনচার্জের কী সম্পর্ক? তাঁদের টার্গেট আবগারি নীতি নাকি এমসিডি নির্বাচন?"

You might also like!