ভাদোহি, ৩ অক্টোবর : উত্তর প্রদেশের ভাদোহি জেলায় দুর্গাপুজো মন্ডপে আগুন লেগে মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। সোমবার সকালে ভাদোহির জেলাশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, দুর্গাপুজো মন্ডপে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ১২ বছরের বালক, ১০ বছরের বালক ও ৪৫ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে।
জেলাশাসক আরও জানিয়েছেন, দুর্গাপুজা আরতির সময় মন্ডপে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। ৫২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি; ৩০-৪০ শতাংশ পুড়ে যাওয়া মানুষজন ট্রমা সেন্টারে ভর্তি, প্রত্যেক রোগী স্থিতিশীল...প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ সুপার অনিল কুমার জানিয়েছেন, রবিবার রাত ৯টা নাগাদ দুর্গাপুজো মন্ডপে আগুন লাগে। ১০-১৫ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।