Country

1 week ago

Dumper hits multiple vehicles in Ayodhya:অযোধ্যায় একাধিক গাড়িতে ধাক্কা ডাম্পারের; মৃত্যু একজনের, আহত ৫

Dumper hits multiple vehicles in Ayodhya
Dumper hits multiple vehicles in Ayodhya

 

অযোধ্যা, ৯ এপ্রিল : উত্তর প্রদেশের অযোধ্যায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন। এছাড়াও কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোররাতে অযোধ্যার লতা মঙ্গেশকর চকে একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহনে ধাক্কা মারে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "লতা মঙ্গেশকর চকে একটি দ্রুতগামী ডাম্পার আমার গাড়িতে ধাক্কা মারে। আমি গাড়ি থেকে লাফিয়ে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়েছি, ডাম্পারটি আরও বেশ কয়েকজন মানুষ এবং যানবাহনকে ধাক্কা দেয় এবং একজনের উপর দিয়ে চলে যায়। আমার পা, বুক এবং মাথায় আঘাত লেগেছে।"

পুলিশ জানিয়েছে, লতা মঙ্গেশকর চকে একটি দ্রুতগামী ডাম্পার পুলিশের ব্যারিকেডকে ধাক্কা মারে, একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে দেয় এবং ফুটপাতে থাকা লোকজনের উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। শ্রী রাম হাসপাতালের জরুরি মেডিক্যাল অফিসার ডাঃ মনীশ শাক্য হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে ভালো চিকিৎসার জন্য রাজা দশরথ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

You might also like!