Country 5 months ago

দু'দিনের গুজরাট সফরে রাষ্ট্রপতি; সবরমতী আশ্রমে গান্ধীজিকে শ্রদ্ধা, কাটলেন চরকা

Draupadi Murmu

 


আহমেদাবাদ, ৩ অক্টোবর : দু'দিনের সফরে গুজরাটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গুজরাট সফরের প্রথম দিন, সোমবার সকালে আহমেদাবাদের সবরমতী আশ্রমে যান রাষ্ট্রপতি, সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি। এরপর চরকাও কাটেন রাষ্ট্রপতি। এই সময়ে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

দেশের রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার গুজরাট সফরে দ্রৌপদী মুর্মু। এদিনই গান্ধীনগরে স্বাস্থ্য, সেচ, জল সরবরাহ এবং বন্দর উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাষ্ট্রপতি 'হারস্টার্ট' চালু করবেন - মহিলা উদ্যোক্তাদের জন্য গুজরাট বিশ্ববিদ্যালয়ের একটি স্টার্ট-আপ প্ল্যাটফর্ম৷ তিনি আহমেদাবাদের গুজরাট ইউনিভার্সিটিতে শিক্ষা ও আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পেরও উদ্বোধন করবেন।


You might also like!