Country

6 months ago

Joint Operation: পঞ্জাব সীমান্ত থেকে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক

Drugs worth lakhs recovered from Punjab border
Drugs worth lakhs recovered from Punjab border

 

ফাজিলকা, ২৬ মে: পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে লক্ষাধিক টাকার মাদক পাচার হচ্ছিল ভারতে। গোপনসূত্রে খবর পেয়ে পঞ্জাবের ফাজিলকার সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালায় পঞ্জাব পুলিশ এবং বিএসএফের জওয়ানরা। আর তারপরেই উদ্ধার হয় ৫.৪৭ কেজির হেরোইন। যার বাজারমূল্য ১.০৭ লক্ষ টাকা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৯ এমএম-এর ৪০টি গুলির কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি এবং বেশকয়েকটি বাইক। জানা যাচ্ছে, পাকিস্তানের কোনও এক জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে ড্রোনের মাধ্যমে পাচার হচ্ছিল এই মাদকগুলি।

ফাজিলকা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৫ জন সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দা এবং ২ জন অন্য জায়গা থেকে এসেছে। সকলেই একটি দল তৈরি করে কাজ করছিল। তবে এদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান। ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্যদিকে ওই এলাকায় কড়া নজরদারি ও তল্লাশি শুরু করেছে বিএসএফ ও পুুলিশের যৌথ বাহিনী।


You might also like!