দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- একনাগাড়ে বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু বাসিন্দা।
মঙ্গলবার সকাল থেকে বিজয়ওয়াড়ার বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। ড্রোনের সাহায্যে জলমগ্ন এলাকায় আটকে পড়া মানুষজনের জন্য খাবার, পানীয় জল, ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে অন্ধ্র সরকার।