Country

1 week ago

Mohua Moitra: ভারতীয় শিবিরের স্বপ্নভঙ্গ! মোদীকে তোপ মহুয়ার

Mohua Moitra (File Picture)
Mohua Moitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেক চেষ্টার পরও বিজয়ের হাসি হাসতে পারল না ভারতীয় ক্রিকেট শিবির। পুনর্বার জয়ের কাছাকাছি পৌঁছে হারতে হল ভারতকে। আর অজি বাহিনীর কাছে এই পরাজয়কে কেন্দ্র করেই প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন মহুয়া মৈত্র। 

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১৩২ লক্ষ দর্শকের সামনে মেগা ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই চলে ভারত ও অস্ট্রেলিয়ার। ম্যাচ দেখতে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীও। কিন্তু ভারত হারলে হয় স্বপ্নভঙ্গ। এর পরই নিজের X হ্যান্ডেলে তাঁকে খোঁচা দেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া। লেখেন, “আহমেদাবাদের স্টেডিয়ামের নাম বদলে ফেলা হল। ভারত বিশ্বকাপ ফাইনাল হারল জওহরলাল নেহরু স্টেডিয়ামে।” আসলে দেশের যে কোনও সাফল্যের কৃতিত্ব গেরুয়া শিবির নিজের নামে করে নেয়। আর ব্যর্থ হলেই বল ঠেলে দেয় কংগ্রেসের কোর্টে। এমন অভিযোগ বারবার তুলেছে হাত শিবির। সেই বিষয়টি নিয়েই এদিন কটাক্ষ করেন মহুয়া।

You might also like!