নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে জনালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প একটি নির্বাচনী প্রচারানুষ্ঠানে জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের ২১ থেকে ২৩ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। আগামী শনিবার ডেলওয়ারের উইলনমিংটনে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেবেন। আমেরিকার অনুরোধে ভারত আগামী বছর কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করতে রাজি হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এবছর শীর্ষ সম্মেলনে গত এক বছরে কোয়াড কতখানি অগ্রগতি লাভ করেছে, তা পর্যালোচনা করা হবে।