Country

1 week ago

Delhi Air Pollution:মাত্রাতিরিক্ত বায়ুদূষণে জেরবার জাতীয় রাজধানী, এখনই উন্নতির কোনও লক্ষণ নেই

Delhi Air Pollution
Delhi Air Pollution

 

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : মাত্রাতিরিক্ত বায়ুদূষণে নাজেহাল, জেরবার জাতীয় রাজধানী। শুক্রবারের সকালও ধোঁয়াশায় মোড়া থাকল দিল্লির রাস্তাঘাট, শ্বাসকষ্ট-সহ অন্যান্য সমস্যা থেকে রেহাই পেলেন না দিল্লিবাসী। দূষণের সঙ্গে ধোঁয়াশার কারণে সকালের দিকে লাইট জ্বালিয়েই চলাচল করেছে অনেক যানবাহন। শুক্রবারও দিল্লির বাতাসের গুণগতমান ছিল 'খারাপ'-এর পর্যায়ে।

ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে রাজঘাট সর্বত্রই ধোঁয়াশার চাদরে ঢাকা। দূষণ থেকে দিল্লিবাসীকে নিস্তার দিতে অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি সরকার, তাও পরিস্থিতি হাতের বাইরে। আবহবিদরা মনে করছেন, এখনই আবহাওয়া উন্নতির কোনও লক্ষণ নেই। ফলে আপাতত দিল্লিবাসীকে দূষণের মধ্যেই দিন কাটাতে হবে।


You might also like!