শ্রীনগর, ২৮ আগস্ট : ক্রিকেট ম্যাচকে ঘিরে অশান্তি এড়াতে পদক্ষেপ নিল শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে কলেজের তরফে।
পড়ুয়াদের উদ্দেশে নোটিশ জারি করে বলা হয়েছে, ‘এক ঘরে অনেকজন মিলে খেলা দেখা যাবে না। যদি কারও ঘরে অন্য পড়ুয়াদের পাওয়া যায়, তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে।’ এমনকি, সোশ্যাল মিডিয়ায় খেলা সংক্রান্ত কোনও ধরনের পোস্ট করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালেও ক্রিকেট ম্যাচকে ঘিরে ব্যাপক অশান্তি হয়েছিল শ্রীনগরের এই কলেজে। সেবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। তারপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে এই কলেজের পড়ুয়ারা। তাছাড়াও ভারত-পাক ম্যাচ ঘিরে কাশ্মীরের নানা জায়গায় বিশৃঙ্খলা ছড়ায়। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।