জম্মু, ৪ সেপ্টেম্বর : ডিজি কারাগার হেমন্ত কুমার লোহিয়ার খুনের ঘটনায় পরিচারকই মূল অভিযুক্ত। জানালেন জম্মুর এডিজিপি মুকেশ সিং। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সন্ত্রাসের যোগ মেলেনি। মঙ্গলবার সকালে এডিজিপি (জম্মু) মুকেশ সিং জানিয়েছেন, বাড়ির পরিচারক ইয়াসির আহমেদ প্রধান আসামি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি তাঁর আচরণে বেশ আক্রমনাত্মক ছিলেন এবং সূত্র অনুসারে হতাশায়ও ছিলেন।
এডিজিপি মুকেশ সিং আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী কার্যকলাপ স্পষ্ট নয়। তবে কোনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। অপরাধের জন্য ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, জম্মু শহরের উপকণ্ঠে নিজের বাড়িতেই খুন খুন ডিজি কারাগার হেমন্ত কুমার লোহিয়া। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক, তাকে খুঁজছে পুলিশ।