Country

1 month ago

Cyber Trap Cracked: ডিজিটাল জালিয়াতির পর্দাফাঁস, নয়ডায় গ্রেফতার দুই অভিযুক্ত

₹2.39 Cr Digital Arrest Fraud Exposed in Noida
₹2.39 Cr Digital Arrest Fraud Exposed in Noida

 

নয়ডা, ১৬ মে : উত্তর প্রদেশের নয়ডায় ডিজিয়াল জালিয়াতির পর্দাফাঁস করলো পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। শুক্রবার সাইবার ক্রাইমের ডিসিপি প্রীতি যাদব বলেছেন, "কয়েকদিন আগে, গৌতম বুদ্ধ নগরের এক বাসিন্দা সাইবার অপরাধীদের দ্বারা পরিচালিত ডিজিটাল গ্রেফতার জালিয়াতির শিকার হন। ঘটনাটি সাইবার ক্রাইম থানার নজরে আসার সঙ্গে সঙ্গেই একটি মামলা দায়ের করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়।"

পুলিশ জানিয়েছে, নয়ডা সাইবার ক্রাইম পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ২.৩৯ কোটি টাকার ডিজিটাল জালিয়াতির ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা সাইবার অপরাধীদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরবরাহ করেছিল। একটি অ্যাকাউন্টে ১০ কোটি টাকার লেনদেন দেখানো হয়েছে। আরও তদন্ত চলছে।


You might also like!