Country

8 months ago

Lalu Prasad Yadav : বিজেপির কাছে মাথা নত করিনি এবং মাথা নত করব না: লালু যাদব

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav

 

পটনা  : বৃহস্পতিবার আরজেডি-এর রাজ্য পরিষদের বৈঠকে দলের সুপ্রিমো লালু যাদব বিজেপির বিরুদ্ধে তীব্র গর্জে উঠলেন। বিজেপিকে দাঙ্গাবাজ দল হিসাবে বর্ণনা করে তিনি বলেন, আরএসএস এবং বিজেপির সঙ্গে আমাদের পুরানো শত্রুতা রয়েছে। তারা আমাদের প্রণাম করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু আমি মাথা নত করি নি এবং আমি মাথা নত করব না।

তিনি স্পষ্ট বলেছেন, বিরোধীদের ঐক্যবদ্ধ করছেন নীতিশ কুমার। এবার ২০২৪ সালে বিজেপি ধুলোয় থাকবে। নিজের মুখ্যমন্ত্রীত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি গরিবদের বাড়ি-ঘরে গিয়ে মহিলাদের জিজ্ঞাসা করতেন কিছু খাবার রান্না হয়েছে কিনা? তিনি আমাকে ভুট্টার রুটি এবং সবজি খাওয়াতেন। এটা করা একান্ত আপন অনুভূতি দেখায়।

তিনি বলেন, বিহারে মহাগঠন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি জঙ্গলরাজ খেলছে। এই লোকদের একমাত্র উদ্দেশ্য সরকার ভাঙা কিন্তু আমরা বিজেপিকে আমাদের সরকারকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ দেব না।


You might also like!