Country 6 months ago

Puskar Singh Dhami : সংকল্প দিবসে শপথ ধামি-র ,উত্তরাখণ্ডকে দেশের অন্যতম সেরা রাজ্যে উন্নীত করতে হবে

Puskar Singh Dhami

 

দেহরাদূন, ১৬ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডকে দেশের অন্যতম সেরা রাজ্যে উন্নীত করতে হবে, সংকল্প দিবসে এই শপথ নিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের সমস্ত পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হবে। সংকল্প দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে দেহরাদূনের ক্লক টাওয়ার থেকে আয়োজিত সংকল্প দৌড়ে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "উত্তরাখণ্ডকে দেশের অন্যতম সেরা রাজ্যে উন্নীত করার জন্য আমরা সংকল্প দিবসে শপথ নিয়েছি। আমরা উত্তরাখণ্ডকে দুর্নীতি ও নেশা থেকে মুক্ত রাখতে কাজ করব। রাজ্যের সমস্ত পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।"


You might also like!