Country

8 months ago

Narendra Modi : সাংকেতিক ভাষার বিকাশ বিভিন্নভাবে অক্ষমদের উপকার করছে: প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi on Maan Ki Baat
Narendra Modi on Maan Ki Baat

 

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর  : রবিবার মাসিক রেডিও প্রোগ্রাম 'মন কি বাত'-এ ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সাংকেতিক ভাষা বিকাশ করার প্রচেষ্টার কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত সাত-আট বছরে লক্ষাধিক প্রতিবন্ধী ভাই-বোন দেশব্যাপী সাংকেতিক ভাষা উন্নয়নের সুফল পাচ্ছেন।

'মন কি বাত'-এর ৯৩ তম সংস্করণে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতে বহু বছর ধরে সাংকেতিক ভাষার অঙ্গভঙ্গি নির্ধারণের জন্য কোনও স্পষ্ট মান ছিল না। এই অসুবিধাগুলি কাটিয়ে উঠতে, ২০১৫ সালে 'ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার' প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি আনন্দের বিষয় যে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত দশ হাজার শব্দ ও অভিব্যক্তির একটি অভিধান তৈরি করেছে। ২৩ সেপ্টেম্বর সাইন ল্যাঙ্গুয়েজ দিবসে বেশ কয়েকটি স্কুল কোর্সও চালু করা হয়েছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী ব্রেইলে অসমীয়া ভাষার অভিধান 'হেমকোষ'-এরও উল্লেখ করেন। তিনি বলেন, হেমকোষ অসমীয়া ভাষার প্রাচীনতম অভিধান। এটি ১৯ শতকে প্রস্তুত করা হয়েছিল। এটি সম্পাদনা করেছেন বিশিষ্ট ভাষাবিদ হেমচন্দ্র বড়ুয়া। হেমকোষের ব্রেইল সংস্করণ প্রায় দশ হাজার পৃষ্ঠার এবং ১৫টি খণ্ডে প্রকাশিত হতে চলেছে।


You might also like!