Country

1 year ago

Haryana:হরিয়ানার ফরিদাবাদে লাইনচ্যুত মালগাড়ি, বিঘ্নিত রেল পরিষেবা

Derailed goods train, disrupted rail services in Haryana's Faridabad
Derailed goods train, disrupted rail services in Haryana's Faridabad

 

ফরিদাবাদ, ৭ জুন : হরিয়ানার ফরিদাবাদে লাইনচ্যুত হয়ে মালগাড়ির দু''টি বগি। কয়লা নিয়ে উত্তর প্রদেশের আগ্রা থেকে দিল্লি যাচ্ছিল ওই মালগাড়িটি। শুক্রবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ ফরিদাবাদ রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দু''টি বগি। এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

রেল সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ফরিদাবাদ রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় কয়লাবোঝাই একটি মালগাড়ির দু''টি বগি। মালগাড়িটি আগ্রা থেকে দিল্লি যাচ্ছিল। মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ায় রেললাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। রেল পরিষেবাও কিছুটা প্রভাবিত হয়েছে।

You might also like!