Country

8 months ago

Dengue in Uttarakhand : উত্তরাখণ্ডে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, রাজ্যে মোট সংক্ৰমিতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

Dengue  Up Rise in Uttarakhand
Dengue Up Rise in Uttarakhand

 

দেহরাদূন, ১৯ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। সোমবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে। ভারপ্রাপ্ত স্বাস্থ্য সচিব ডাঃ আর রাজেশ কুমার জানিয়েছেন, ডেঙ্গুর বিস্তার রোধে সমস্ত জেলায় নির্দেশিকা জারি করা হয়েছে। এখনও অবধি, রাজ্যের পাঁচটি জেলায় ডেঙ্গুর ঘটনা রিপোর্ট করা হয়েছে। স্বস্তির বিষয় হল ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি উত্তরাখণ্ডে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর অবধি দেহরাদূনে আক্রান্তের সংখ্যা ২৭৯, হরিদ্বারে ১২৩, নৈনিতালে ৮, পাউরি গাড়োয়ালে ৬৯, তেহরি গাড়োয়ালে ২২। রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুর প্রকোপ রুখতে তৎপর হয়ে উঠেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।


You might also like!