Country

8 months ago

Delhi Metro: আচমকা ধসে পড়ল দিল্লির গোকুলপুরী মেট্রো স্টেশন! আহত একাধিক

Delhi's Gokulpuri Metro Station suddenly collapsed! Many injured
Delhi's Gokulpuri Metro Station suddenly collapsed! Many injured

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতি সকালে ভেঙে পড়ল গোকুলপুরী মেট্রো স্টেশনে একাংশ। একটি অংশ ধসে পড়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) পিঙ্ক লাইনে অবস্থিত গোকুলপুরী মেট্রো স্টেশনের। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে, বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন। দিল্লি পুলিশসহ ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনায় মোট কতজন আহত হয়েছেন সে সম্মন্ধে বিস্তারিত তথ্য এখনও মেলেনি। কিছু দিন আগেই দিল্লি মেট্রোর গোলাপি রুট নতুন করে তৈরি করা হয়েছে। এমতাবস্থায় মেট্রো স্টেশন নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠছে।

You might also like!