Country

3 weeks ago

Delhi Pollution Worsens: দিল্লির বাতাস দূষিতই, 'গুরুতর' পর্যায়ে পৌঁছল গুণগতমান সূচক

Delhi air pollution
Delhi air pollution

 

নয়াদিল্লি, ২৫ অক্টোবর : রাজধানী দিল্লির বাতাস এখনও দূষিতই। শনিবার সকালে 'গুরুতর' পর্যায়ে পৌঁছল বাতাসের গুণগতমান সূচক। ইন্ডিয়া গেট-সহ বিভিন্ন এলাকায় ধোঁয়াশায় ঢেকে যায়, ফলে দৃশ্যমানতাও কমে যায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স-এর মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয় রাজধানী ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অনুসারে, শনিবার সকালে দিল্লির আনন্দ বিহার এলাকার বাতাসের গুণগতমানের সূচক 'গুরুতর' বিভাগে ৪১২ রেকর্ড করা হয়েছে। এছাড়াও ইন্ডিয়া গেট, অক্ষরধাম প্রভৃতি এলাকা বায়ুদূষণের কবলে ছিল। এই দূষণের প্রেক্ষিতে শনিবার সকালে জনপথ রোডে ট্রাকে লাগানো জলের স্প্রিংকলার মোতায়েন করা হয়।

You might also like!