Country

2 weeks ago

Shehzad Poonawala:এএপি-র দোষারোপের রাজনীতির কারণে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : শেহজাদ পুনাওয়ালা

Shehzad Poonawala
Shehzad Poonawala

 

নয়াদিল্লি, ১৮ অক্টোবর : রাজধানী দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির প্রেক্ষিতে ও দূষণের প্রতিবাদ জানাতে গ্যাস মাস্ক পরে 'স্মগ টাওয়ারে' পৌঁছলেন বিজেপি জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। একইসঙ্গে আম আদমি পার্টির সমালোচনা করে তিনি বলেছেন, এএপি-র দোষারোপের রাজনীতির কারণে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

শেহজাদ পুনাওয়ালা শুক্রবার বলেছেন, "এএপি সরকার বড় প্রতিশ্রুতি দিয়েছিল যে, তাঁরা দিল্লিকে দূষণমুক্ত করবে। এখন যমুনার অবস্থা দেখুন, আর দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। আম আদমি পার্টি দীপাবলিতে

You might also like!