Country

1 week ago

Delhi: এখনও দূষণের কবলেই দিল্লি, একিউআই খারাপ পর্যায়েই

Delhi air pollution
Delhi air pollution

 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : রাজধানী দিল্লির বাতাস মঙ্গলবারও দূষিতই থাকল। এদিন সকালেও ধোঁয়াশার পুরু চাদরে আচ্ছন্ন থাকল দিল্লি-এনসিআর। বাতাসের গুণগতমান (একিউআই) ছিল খারাপ পর্যায়েই। ধোঁয়াশার পুরু চাদর গ্রাস করে দিল্লিকে। দূষণের কারণে এদিন সকালেও প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন শ্বাসকষ্ট অনুভব করেন।

দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম সর্বত্রই ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। শুধুমাত্র দিল্লি নয়, মঙ্গলবার সকালে ধোঁয়াশাচ্ছন্ন ছিল উত্তর প্রদেশের মোরাদাবাদ, বাণিজ্যনগরী মুম্বইও ধোঁয়াশার পুরু চাদরে ঢেকে যায়।

You might also like!