নয়াদিল্লি, ৪ জুন : রাজধানী দিল্লিতে এবার আধিপত্য বিস্তার করল বিজেপি। দিল্লির সাতটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। খাতা খুলতে পারল না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, দিল্লিবাসী হতাশ করল কংগ্রেসকেও। দিল্লির চাঁদনী চক আসনে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী প্রভীন খান্ডেলওয়াল, উত্তর-পূর্ব দিল্লিতে এগিয়ে মনোজ তিওয়ারি।
পূর্ব দিল্লিতে এগিয়ে হর্ষ মালহোত্রা, নতুন দিল্লিতে বাঁশুরি স্বরাজ, উত্তর-পশ্চিম দিল্লিতে এগিয়ে আছেন যোগেন্দ্র চান্দলিয়া, পশ্চিম দিল্লি আসনে এগিয়ে কমলজিৎ শেরাওয়াত এবং দক্ষিণ দিল্লি আসনে এগিয়ে রামবীর সিং বিধুরি।