Country

2 weeks ago

Delhi-NCR AQI Today: দিল্লি বায়ুদূষণের কবলেই, ধোঁয়াশায় আচ্ছন্ন জাতীয় রাজধানী

Delhi-NCR AQI Today, October 24
Delhi-NCR AQI Today, October 24

 

নয়াদিল্লি, ২৪ অক্টোবর : রাজধানী দিল্লি শুক্রবারও বায়ুদূষণের কবলেই থাকল। এদিন সকালে ইন্ডিয়া গেট, অক্ষরধাম-সহ দিল্লির বিভিন্ন এলাকা ধোঁয়াশার পুরু চাদরে আচ্ছন্ন ছিল। দীপাবলির পর থেকেই এবং শীত আসার অনেক আগেই দূষণের কবলে দিল্লি। বাতাসের গুণগতমান সূচক (একিউআই) ছিল খারাপ পর্যায়েই। ধোঁয়াশার পুরু চাদর গ্রাস করে দিল্লিকে। দূষণের কারণে এদিন সকালেও প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন শ্বাসকষ্ট অনুভব করেন। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম সর্বত্রই ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। অক্ষরধাম ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪০৩, আবার ইন্ডিয়া গেট এলাকায় একিউআই ছিল ২৫৪।

You might also like!