Country

7 months ago

One more civilian died in attack: শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত্যু বেড়ে দুই, প্রাণ হারালেন পঞ্জাবের আরও বাসিন্দা

Death toll rises to two in militant attack in Srinagar
Death toll rises to two in militant attack in Srinagar

 

শ্রীনগর, ৮ ফেব্রুয়ারি: শ্রীনগরে জঙ্গি হামলার নিহতের সংখ্যা বেড়ে হল দুই। বুধবার সন্ধ্যার জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছিলেন পঞ্জাবের আরও এক বাসিন্দা, চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার সন্ধ্যায় শ্রীনগরের শাল কাদাল এলাকায় পঞ্জাবের বাসিন্দা দু''জনকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই প্রাণ হারান পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা অমৃত পাল (৩১)।

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পঞ্জাবের অপর এক বাসিন্দা রোহিত মাশি (২৭)-কে, তাঁকে ভর্তি করা হয় শ্রীনগরের একটি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে রোহিতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোহিতের মৃত্যুর পর জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই।


You might also like!