Country

2 weeks ago

Death of hooghly tourist : বেতাব ভ্যালিতে ছবি তুলতে গিয়ে বিপত্তি, কাশ্মীরে জলে ডুবে মৃত্যু হুগলির পর্যটকের

Death of water (symbolic picture)
Death of water (symbolic picture)

 

শ্রীনগর, ২৭ সেপ্টেম্বর : ভূস্বর্গে বেড়াতে গিয়ে জলে ডুবে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক পর্যটক। বৃহস্পতিবার রাতে ছবি তোলার সময় পাহাড়ি নদীতে পড়ে যান ওই পর্যটক, পহেলগাম জেলার বেতাব ভ্যালিতে ঘটেছে এই অঘটন। ছবি তোলার সময় ওই পর্যটক আচমকাই নদীতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি। মৃতের নাম - দেবব্রত ঘোষ (৫৬)। তিনি হুগলি জেলার বাসিন্দা। পুলিশ এই ঘটনাটি তদন্ত করে দেখছে।

You might also like!